২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৩২

এবি ব্যাংক পারপিচুয়াল বন্ডের লেনদেন শুরু

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এ এবি ব্যাংক পারপিচুয়াল বন্ডের তালিকাভুক্তিকরণ উপলক্ষ্যে ডিএসই ও এবি ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) চুক্তিটি স্বাক্ষর হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং এবি ব্যাংকের ডিএমডি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার কে. এম. মহিউদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় ডিএসই থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ। এবি ব্যাংক থেকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল, ডিএমডি ও চীফ অপারেশনস্ অফিসার মোঃ আমিনুর রহমান, রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আহমেদসহ প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, এবি ব্যাংক পারপিচুয়াল বন্ডের প্রো-রাটা অ্যালোমেন্ট ৩১ মে অনুষ্ঠিত হয়। বন্ডটি ডিএসইতে তালিকাভুক্তির জন্য ১০ জুন অনুমোদন পায়। বন্ডটির ইস্যু ম্যানেজার হিসেবে রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড এবং ট্রাস্ট্রি হিসেবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড দায়িত্ব পালন করেন।

Facebook
Twitter
LinkedIn