Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১০:২০

এভরিহয়ারের জয়জয়কার

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এবার  জয়জয়কার এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ান্স ছবিটির। জিতে নিয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসরের সেরা চলচ্চিত্রের পুরস্কার। সব মিলিয়ে সাতটি অস্কার জমেছে এভরিথিং এভরিহয়ারের ঝুলিতে। 

এক চীনা-আমেরিকান পরিবারের ভিন্ন স্বাদের গল্প নিয়ে নির্মিত এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ান্স ছবিটি।  দুই নির্মাতা ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। 

ছবির অভিনেত্রী মিশেল ইয়েহো পেয়েছেন সেরা অভিনেত্রীর অস্কার। এই ছবিতে অসাধারণ অভিনয় করে সেরা সহ-অভিনেতা ও সহ অভিনেত্রীর পুরস্কার জিতেছে কে হুই কুয়ান ও জেমি লি কার্টিস। 

সেরা মৌলিক চিত্রনাট্য ও সেরা সম্পাদনার পুরস্কার জিতেছে এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ান্স। 

Facebook
Twitter
LinkedIn