২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / ভোর ৫:১৩

এমভি আবদুল্লাহ এখন আমিরাতে

সোমালিয়া জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূল অতিক্রম করেছে। জাহাজটি রবিবার (২১ এপ্রিল) বিকালে আমিরাতের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌছানোর কথা রয়েছে। 

জাহাজটির কর্ণধার কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। আগামীকাল সোমবার কয়লা খালাসের জন্য জাহাজটি জেটিতে ভেড়ানো হবে।

এদিকে সোমালি জলদস্যুদের মুক্তিপণ দেওয়ার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইউরোপীয় ইউনিয়ন। মুক্তিপণ দেওয়ার ফলে ভারত মহাসাগর ও এডেন উপসাগরে জাহাজ ছিনতাইয়ের ঘটনা আরও বাড়তে পারে বলে ইইউ উদ্বেগ প্রকাশ করেছে।

শুক্রবার আল আফ্রিকা নামের একটি  সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ৫০ লাখ ডলার মুক্তিপণ দিয়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জলদস্যুদের কবল থেকে মুক্ত করা হয়েছে। এমন প্রেক্ষাপটে ইইউ এমন হুঁশিয়ারি দিয়েছে।

Facebook
Twitter
LinkedIn