পণ্য আমদানিতে লেটার অব ক্রেডিট (এলসি) খোলায় সমস্যা হচ্ছে। তবে উদ্ভূত সব ধরনের সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ রোববার (৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বাণিজ্য পরামর্শক সহায়ক কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বড় ব্যবসায়ীরা বলছেন এলসি খোলার সমস্যা আছে। বৈঠকে এলসি ছাড়াও বিভিন্ন সমস্যা নিয়ে কথা হয়েছে। সমস্যাগুলো যে মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত, সেখানে প্রয়োজনীয় চিঠিপত্র দেব। কী পদক্ষেপ নিলে উদ্ভূত পরিস্থিতির মোকাবেলা করা যাবে সেই ব্যবস্থা আমরা নেব।
বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাস আসছে সেটা আমাদের মাথায় আছে। বড় ব্যবসায়ীদের মধ্যে সিটি গ্রুপ থেকে বলছে যে তাদের এলসি খুলতে সমস্যা হচ্ছে। ব্যাংকের যিনি এসেছেন, তিনি বলেছেন ব্যাপারটা দেখবেন।
আমরা সবাই এ ব্যাপারে সতর্ক আছি। শিগগিরই আমরা বড় ব্যবসায়ীদের উৎসাহিত করার চেষ্টা করব। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে আবার বসার পরিকল্পনার কথাও জানালেন মন্ত্রী।
টিপু মুনশি বলেন, কোনো অবস্থায়ই যেন রমজান মাসকে সামনে রেখে সাধারণ ভোক্তাদের কোনো সমস্যা না হয়, তা আমরা দেখব।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে যারা পণ্য বিক্রি করে তারা ফেরেশতা না। আমরা পণ্যের মূল্যসীমা নির্ধারণ করে দেই। তারপরও এটা ঠিক যে কোথাও কোথাও চিনি নিয়ে সমস্যা হয়েছে। কাগজপত্র বলছে, প্রচুর পরিমাণ চিনি দেশে আছে বা পাইপলাইনে আছে। ভোক্তা অধিকার বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে, জরিমানা করছে।
চিনির ওপর থেকে শুল্ক কমানোর চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি।