২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৮:৫১

এলিমিনেটর ম্যাচে বরিশাল বিপক্ষে খেলবে রংপুর

বিপিএল-এ আজ বিরতি। কাল শুরু প্লে অফ পর্ব। দুপুরে এলিমিনেটর ম্যাচে সাকিবের ফরচুন বরিশাল খেলবে সোহানের রংপুর রাইডার্সের বিপক্ষে। সন্ধ্যায় প্রথম কোয়লিফায়ারে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

বিপিএলের নিয়মে সেরা চারে থাকা প্রথম দুই দল খেলবে কোয়ালিফায়ার ম্যাচ। পরের দুই দল মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে।  প্রথম কোয়ালিফায়ার জয়ী দল সরাসরি খেলবে ফাইনালে। হেরে যাওয়া দলের সুযোগ থাকবে এলিমিনেটর জয়ী দলের বিপক্ষে ম্যাচ খেলার। বেঁচে থাকবে ফাইনাল খেলার আশা। 

সমান ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। রংপুরকে ৭০ রানে হারিয়ে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করে কুমিল্লা। আগেই ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখলে রেখেছিলো মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ ফরচুন বরিশালের  শেষটা ভালো হয়নি গ্রুপ পর্বে। খুলনা টাইগার্সের কাছে হেরে যায় সাকিবের দল। এলিমিনেটর ম্যাচটা ডু অর ডাই রংপুর ও বরিশালের জন্য। হারলেই বাদ টুর্নামেন্ট থেকে। 

Facebook
Twitter
LinkedIn