২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:১৭

এশিয়া কাপের সময় পরিবর্তন

এশিয়া কাপের খেলা শুরুর সময় পরিবর্তন করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। পূর্বের সূচির ভেন্যু ও তারিখ ঠিক থাকলেও পরিবর্তন আনা হয়েছে খেলা শুরুর সময়ে।

সপ্তাহখানেক আগে এশিয়া কাপের ম্যাচের সূচি প্রকাশ করেছিল এসিসি। সেখানে একেকটি ম্যাচ একেক সময়ে শুরু হওয়ার কথা ছিল। কারণ এবারের এশিয়া কাপ হবে শ্রীলঙ্কা ও পাকিস্তানে। সে হিসেব করেই পৃথক সময় নির্ধারণ করা হয়।

তবে আজ এসিসি জানিয়েছে, প্রতিটি ম্যাচ একই সময়ে আয়োজন করবে করবে তারা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে খেলা। 

৩০শে আগস্ট উদ্বোধনী ম্যাচে লড়বে পাকিস্তান ও নেপাল। সূচি অনুযায়ী ৩১শে আগস্ট বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে (শ্রীলঙ্কায়)। তেসরা সেপ্টেম্বর গ্রুপের অন্য ম্যাচে সাকিবরা মুখোমুখি হবে আফগানিস্তানের সাথে। (পাকিস্তানে)।

এবারের এশিয়া কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পঞ্চাশ ওভারের ফরম্যাটে। মোট ছয়টি দল অংশ নেবে টুর্নামেন্টে।

Facebook
Twitter
LinkedIn