২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ২:২৭

এশিয়ান হাইওয়েতে যুক্ত হবে বাংলাদেশ

পদ্মা সেতুর মাধ্যমে ট্রান্স-এশিয়ান হাইওয়ে ও ট্রান্স এশিয়ান রেলওয়েতে যুক্ত হবে বাংলাদেশ। বহুল কাঙ্খিত এই নেটওয়ার্কের মাধ্যমে ভারত, ভুটান ও নেপালে সরাসরি যাত্রী ও পণ্য পরিবহণ সহজ হবে। এ সব তথ্য জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পদ্মা সেতুর দুই পড়েই চার লেনের এক্সপ্রেসওয়ের সুবিধা আগেই যুক্ত হয়েছে। এটি মোংলা ও বেনাপোল স্থলবন্দরের সাথে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামকে সংযুক্ত করবে। এই সড়ক ধরে বেনাপোল ও তামাবিল হয়ে ভারত-পাকিস্তান-আফগানিস্তানও যাওয়া যাবে। 

এছাড়া, এই সেতুর মাধ্যমে বিশ্বভ্রমণ করতে পারবেন পর্যটকরা। ট্রান্স এশিয়ান নেটওয়ার্কের মাধ্যমে যখন সিঙ্গাপুর থেকে ইউরোপে ট্রেন যাবে সেটা পদ্মা সেতুর উপর দিয়ে যাবে। 

Facebook
Twitter
LinkedIn