২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৫৬

এশিয়া কাপের ফাইনালে নেই বাংলাদেশ, তবে রয়েছেন মুকুল

এশিয়া কাপের সুপার ফোরে খেলার সুযোগ টাইগারদের হাতছাড়া হয়ে গেছে। মাঠের ক্রিকেটে ব্যাটে-বলে ভাল পারফর্ম করতে পারেন টাইগাররা। তবে, এবারের আসরে নজর কেড়েছে বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচে ভাল আম্পায়ারিংয়ের ফলে এশিয়া কাপ ফাইনালে আম্পায়ারিং করবেন তিনি।

মুকুল গণমাধ্যকে বলেন, ফাইনাল ম্যাচে আম্পায়ারিং আমার জন্য একটা চ্যালেঞ্জ। যদি ফাইনাল ম্যাচে ভাল করতে পারি তবে বিশেষ করে দেশের আম্পায়ারদের জন্য আম্পায়ারিং এ একটা ভাল সুযোগ তৈরি হবে। 

তিনি বলেন, মাঠে কাজ করার সময় নিজের দেশের নাম ও পতাকা দুটোই জড়িত থাকে। তাই দায়িত্ববোধটা আরো বেড়ে যায়। 
আগামীকাল (১১ সেপ্টেম্বর) রোববার রাত ৮ টায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে  ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। 

Facebook
Twitter
LinkedIn