২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৪৯
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৪৯

এশিয়া কাপের লড়াই আজ

এশিয়া কাপ টি- টোয়েন্টি ক্রিকেটের শিরোপার লড়াই আজ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। দারুণ ফর্মে থাকা আয়োজক শ্রীলঙ্কা জয় নিয়ে ঘরে তুলতে চায় ষষ্ঠ শিরোপা। অন্যদিকে, নিজেদের প্রমাণ করে পাকিস্তানও  জায়গা করেছে ফাইনালে। লঙ্কানদের বিপক্ষে দাপটে জয় নিয়ে দীর্ঘ দিনের শিরোপা খরা ঘোচাতে চায় পাকিস্তান। আজ রাত ৮টায় শিরোপা ঘরে তুলতে মুখোমুখি হবে দুই দল। 

এশিয়া কাপের এবারে আসরটি হার দিয়ে শুরু করেছিলো শ্রীলঙ্কা ও পাকিস্তান। আবার দু’দলই সুপার ফোরে এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করে ফাইনালের টিকিট। এশিয়া কাপ টি-টোয়েন্টির শিরোপার লড়াইয়ে দু’দলই তাই সমানে সমান। লঙ্কানদের দাসুন শানাকা,হাসারাঙ্গারা ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে শ্রীলঙ্কাকে শিরোপা এনে দেয়ার ক্ষমতা রাখেন। পাকিস্তানের রিজওয়ান,নাসিম শাহরাও সেখানে পিছিয়ে থাকছে না। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাই এক জমজমাট ফাইনাল দেখার  অপেক্ষায় ক্রীড়া প্রেমিরা।  

এশিয়া কাপ ক্রিকেটে পাঁচবারের চ্যাম্পিয়ান শ্রীলঙ্কা।পাকিস্তানকে দুইবার হারিয়ে শিরোপা ঘরে তুলেছিলো লঙ্কানরা। যার মধ্যে একবার স্বাগতিক ছিলো শ্রীলঙ্কা। দুবাইয়ের মাটিতে এবারের এশিয়া কাপের আসর জমে উঠলেও এই আসরের আয়োজক দলও শ্রীলঙ্কা। ষষ্ঠ শিরোপা ঘরে তুলে দুবাইয়ের মাঠে ইতিহাসের পুণরাবৃত্তি  করতে চায় লঙ্কানরা।

অন্যদিকে, ২০১২ সালের পর এশিয়া কাপ ক্রিকেটে শিরোপার দেখা পায়নি পাকিস্তান। ২০১৪ সালে ফাইনালে উঠলেও সেবার লঙ্কানদের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে পাকিস্তান। র্দীঘদিন শিরোপা খরায় থাকা বাবর বাহিনী লঙ্কানদের বিপক্ষে জয় নিয়ে দুবাইয়ের মাঠে গড়তে চায় নতুন ইতিহাস। 

এদিকে, এশিয়া কাপ ক্রিকেটে ব্যাটে-বলে বাজে পারফরম্যান্সের কারণে গ্র“প পর্ব থেকেই বিদায় নিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট দল। তবে নজড়কারা আম্পায়ারিংয়ে দাপট দেখিয়েছেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। এশিয়া কাপের ফাইনালে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। 

Facebook
Twitter
LinkedIn