২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১০:২৩

এশিয়া কাপ নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে না বাংলাদেশে

এবারের এশিয়া কাপ ক্রিকেট শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ক্রমেই প্রকট হচ্ছে। তাই দেশটি থেকে সরানো হচ্ছে এশিয়া কাপ। কেউ কেউ এশিয়া কাপ বাংলাদেশে আয়োজনের কথা বলছিলেন। তবে বাংলাদেশেও বসছে না এশিয়া কাপ।

শ্রীলংকার আয়োজনেই থাকছে এবারের এশিয়া কাপ। তবে আয়োজক হলেও দেশে রাখতে পারছে না লঙ্কান বোর্ড। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, এবারের এশিয়া কাপের খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে। আয়োজক থাকবে শ্রীলঙ্কা।

ওই প্রতিবেদনে ক্রিকইনফো জানিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় সিদ্ধান্ত হয়েছে. আরব আমিরাতের  দুবাই ও শারজার মাঠে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপের ম্যাচগুলো।
 
এ বছর টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। এর আগেই গবে এশিয়া কাপ। তাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরামের্শ এশিয়া কাপও হবে টি-টুয়েন্টি ফরম্যাটে। বাছাইপর্বসহ মোট ৯ দল অংশগ্রহণ করবে। ২৭ আগস্ট হয়ে মূল আসর চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।

আগামী শুক্রবার (২২ জুলাই) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এশিয়া কাপের সূচি। লিগ পর্বে দুইবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। স্বাভাবিকভাবেই এ দুই দেশের সমর্থকরা নিজেদের দেশের খেলা দেখতে মাঠে উপস্থিত হবে। শ্রীলংকার বর্তমান পরিস্থিতিতে বিপুলসংখ্যক বিদেশি দর্শককে নিরাপত্তা দেওয়াও কঠিন চ্যালেঞ্জ।

Facebook
Twitter
LinkedIn