২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৫৩

এ সাপ্তাহেও বন্ধ থাকছে রাশিয়ার শেয়ারবাজার

রাশিয়ার পুঁজিবাজারে লেনদেন শুরু সংক্রান্ত অনিশ্চয়তা কাটছে না। আগামী সোমবার (১৫ মার্চ) ফের মস্কো এক্সচেঞ্জ খোলার কথা থাকলেও শেষপর্যন্ত সেটি খুলছে না। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এক ঘোষণায় সেটি নিশ্চিত করেছে। এর পরের সপ্তাহেও স্টক এক্সচেঞ্জ খুলবে কি-না সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি দ্যা সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়ান ফেডারেশন।

খবর সিএনএন এর।

প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর প্রভাবে রাশিয়ার মুদ্রা রুবলের ব্যাপক মূল্যপতন হয়। স্টক এক্সচেঞ্জেও ধস নামে। এর প্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়ান ফেডারেশনের নির্দেশে দেশটির স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ রয়েছে।

শনিবার রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক- দ্যা সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়ান ফেডারেশন তার ওয়েবসাইটে দেওয়া এক ঘোষণায় বলেছে, সোমবার মস্কো এক্সচেঞ্জে ইক্যুইটি (শেয়ার) লেনদেন শুরু হবে না। তবে বৈদেশিক মুদ্রার বাজার ও কমোডিটি বাজারে লেনদেন চালু হবে।

Facebook
Twitter
LinkedIn