২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:২৬
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:২৬

ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার মাউন্ট মঙ্গানুই টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের এ জয়ে কিউদের ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার ধারাও ভাঙলো।

এছাড়া এ জয়ের ফলে নিউজিল্যান্ডের মাটিতে কোনো ফরম্যাটে প্রথমবারের মতো জয় পেল টাইগাররা। একইসাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও এটাই মুমিনুল হকদের প্রথম জয়।

কিউইদের ৮ উইকেটে পরাজিত করে এমন ইতিহাস গড়া কীর্তির নায়ক পেসার এবাদত হোসেন চৌধুরী। ২১ ওভারে ৬ মেডেনে ৪৬ রানের খরচায় ৬ উইকেট নিয়েছেন তিনি।

নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে আউট করার পর জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৪০ রান। ২ উইকেট হারিয়ে তা করে ফেলে তারা।
স্কোর
নিউজিল্যান্ড : ৩২৮ ও ১৬৯
বাংলাদেশে : ৪৫৮ ও ৪২/২

Facebook
Twitter
LinkedIn