২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৫০

ওমর সানি-মৌসুমীর সংসার ভাঙতে চান জায়েদ, লিখিত অভিযোগ

চিত্রনায়ক ওমর সানি ও চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমীর সংসার ভাঙার চেষ্টা করছেন আরেক চিত্রনায়ক জায়েদ খান। রবিবার (১২ জুন) শিল্পী সমিতির সভাপতি বরাবর লিখিত অভিযোগে এমনই জানিয়েছেন ওমর সানি।

রবিবার সন্ধ্যায় শিল্পী সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে এই অভিযোগপত্র জমা দিয়েছেন সানি।

ওই অভিযোগপত্রে ওমর সানি লিখেছেন, সমিতির সদস্য জায়েদ খান গত চার মাস ধরে আমার স্ত্রী আরিফা পারভীন জামান মৌসুমীকে হয়রানি ও বিরক্ত করছেন। আমার সুখের সংসার ভাঙার জন্যও চেষ্টা চালাচ্ছেন।

লিখিত অভিযোগের ওমর সানি দাবি করেছেন, এসবের প্রমাণ তার ও তার ছেলের কাছে আছে। মুরুব্বি হিসেবে ডিপজল ভাইয়ের কাছে এই বিষয়ে অভিযোগ করেছেন বলে উল্লেখ করেছেন সানি। কিন্তু কোন সমাধান হয়নি। 

এদিকে ডিপজলের ছেলের বিয়েতে জায়েদ-সানি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সানি বলেন, সেখানে জায়েদ খানের সাথে দেখা হলে সংযত হওয়ার জন্য আমি অনুরোধ করলে আমার উপর ক্ষিপ্ত হয়ে পিস্তল বের করে মেরে ফেলার হুমকি দেয় জায়েদ।

Facebook
Twitter
LinkedIn