২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৩০

ওমানে বাংলাদেশের নারী এমপি আটক, মুচলেকায় ছাড়া

ব্যক্তিগত সফরে ওমানে গিয়েছেন বাংলাদেশের সংরক্ষিত নারী আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি। সেখানে গিয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন তিনি। এ ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেয়েছেন খাদিজাতুল আনোয়ার সনি।

মঙ্গলবার (১ আগস্ট) রাতে দেশটির হাফফা হাউস মাস্কাট হোটেলে এই ঘটনা ঘটে।

তবে, বুধবার (২ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এ রকম কোনো খবর তার জানা নেই। সরকারিভাবে আমরা কাউকে সেখানে পাঠাইনি এই মুহূর্তে।

জানা গেছে, মাস্কাট হোটেলে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীর সঙ্গে বৈঠক করার সময় দেশেটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করে। কারণ ওই বৈঠকের ব্যাপারে কোনো অনুমতি ছিল না। প্রায় ১২ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পান তিনি।

উল্লেখ্য, চট্টগ্রামের ফটিকছড়ির আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনি। তিনি আওয়ামী লীগের মনোনয়নে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য।

Facebook
Twitter
LinkedIn