২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:১৩

ওমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার  সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অন্যান্য বিষয়ের সাথে ওমিক্রন নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

এসময় মন্ত্রপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকে ওমিক্রন নিয়ে আলোচনা হয়েছে। সবাইকে খুব সতর্ক থাকতে বলা হয়েছে। আমরা সৌভাগ্যবান যে দুজন ওমিক্রন আক্রান্ত হয়েছেন দুজনই ক্রিকেটার। ক্রিকেটারদের একটি সুবিধা রয়েছে, তারা যখন বিদেশ থেকে আসেন, তারা সোনারগাঁও হোটেলে বায়ো বাবলে চলে যান। 

তিনি বলেন, যে দুজনের মধ্যে ওমিক্রন ধরা পড়েছে তারা কারো সংস্পর্শে আসার সুযোগ পাননি। এজন্য ছড়ানোর ঝুঁকিও তৈরি হয়নি। তারপরেও ওমিক্রনের বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে। আমাদের দেশেও বুস্টার ডোজ কিভাবে দেয়া যায় সে ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। এটা কি অন পেমেন্ট হবে না ফ্রি হবে সেটা নিয়ে ভাবনা চলছে। এ ব্যাপারে নীতিমালা তৈরি করতে বলা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn