২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৪:৪৯
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৪:৪৯

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও ভারতের

প্রথম ম্যাচে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে দলকে জয়ে ফেরার আশা ভালোভাবেই দেখাচ্ছিলেন নিকলাস পুরান ও রভম্যান পাওয়েল। আস্কিং রেট মেনে রীতিমতো অঙ্ক কষে তুলছিলেন রান। তবে শেষের চাপটা আর নিতে পারেননি দুজনে। উইন্ডিজ ম্যাচটা হেরেছে ৮ রানে, সিরিজটাও খুইয়েছে। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরে ফেলেছে রোহিত শর্মার ভারত। এর আগে ওয়ানডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল ভারত।

শুক্রবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে টসভাগ্যটা কথা বলেছিল উইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ডের পক্ষেই। তবে তিনি নিয়েছিলেন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে শুরুতে ব্যাট করা ভারত। বিরাট কোহলি, ঋষভ পান্তের ফিফটি আর ভেঙ্কেটেশ আইয়ারের ঝোড়ো ক্যামিওতে স্কোরবোর্ডে জমা করে ১৮৬ রানের সংগ্রহ।

জবাবে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ।
১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৬ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকেন পাওয়েল।

এছাড়া ক্যারিবীয়দের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ বলে ৬২ করেন নিকোলাস পুরান।
ভারতীয় বোলার ভুবনেশ্বর কুমার, যুজভেন্দ্র চাহাল ও রবি বি্ঞ্ষুই একটি করে উইকেট পান।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলি ও ঋষভ পন্থের অপরাজিত ফিফটিতে রান পাহাড় করে ভারত। কোহলি ৪১ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৫২ রান করে রোস্টন চেজের বলে আউট হন। তবে পন্থ ২৮ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৫২ রানের হার না মানা ইনিংস খেলেন।

উইন্ডিজ বোলার চেজ সর্বোচ্চ ৩টি উইকেট পান।ম্যাচ সেরা হন পন্থ।

আগামীকাল একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

Facebook
Twitter
LinkedIn