Search
২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ৭:১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রীকে নৌবাহিনীর গার্ড অব অনার প্রদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করেন নৌবাহিনীর সদস্যরা। আজ (বুধবার) সকালে কক্সবাজারে ইনানি সমুদ্র সৈকতে এক অনুষ্ঠানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এই অনুষ্ঠান থেকে বাংলাদেশসহ বিশ্বের ২৮ দেশের নৌ-বাহিনী ও মেরিটাইম সংস্থার অংশগ্রহণে চার দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আইএফআর) ২০২২’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বিকেলে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন টানা তিনবারের প্রধানমন্ত্রী। জনসভা থেকে তিনি প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কক্সবাজার জেলার ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। একইসঙ্গে চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন আওয়ামী লীগ সভাপতি।

জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সরকার প্রধানের অংশ গ্রহণে জনসমাগম হবে ব্যাপক। আশা করা হচ্ছে, কয়েক লাখ মানুষ এ আয়োজনে অংশ নেবেন। তাই প্রস্তুতিও নেওয়া হচ্ছে সেভাবেই। বরাবরের মতো নৌকা প্রতিকৃতির মঞ্চ নির্মাণ করা হয়েছে জনসভা মাঠে। লাল-সবুজ রঙিন নৌকায় সাজানো হয়েছে স্টেডিয়ামের পাশের জলাধার।

আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে জনসভায় যোগ দিতে প্রচারণা চালানো হচ্ছে। করা হচ্ছে জনসংযোগ, কর্মীসভা মাইকিং ও লিফলেট বিতরণ।

আওয়ামী লীগ সভানেত্রীকে স্বাগত জানাতে তোরণ, রঙিন বেলুন, ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে শহরের অলি-গলি, রাজপথ। জনসভার বার্তা দেওয়ার পাশাপাশি ব্যানার-ফেস্টুন, লিফলেটে তুলে ধরা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়কার নানা উন্নয়নের চিত্র।

Facebook
Twitter
LinkedIn