দল বদল নিয়ে সাম্প্রতিক সময়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে আলোচনার শেষ নেই। একবার খবর এলো রিয়ালে ফিরছেন তিনি। কিন্তু রিয়াল কোচ আনচেলত্তির এক টুইট তাতে পানি ঢেলে দিল। পরে ইতালিয়ান সংবাদ মাধ্যম জানালো, রিয়াল নয় ম্যানসিটিতে যাচ্ছেন রোনালদো।
এতসব খবরের মধ্যে অবশেষে মুখ খুললেন রোনালদো। সব গুঞ্জন এক তুড়ি মেড়ে উড়িয়ে দিলেন। তাকে নিয়ে অযথা আলোচনারও বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। তার মতে, কথা কম, কাজ বেশি।
রোনালদো তার অবস্থান পরিষ্কার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে অনেক কথাই বলেছেন তিনি।
তার দেয়া স্ট্যাটাস অনুবাদ করলে এমনটি দাঁড়ায় ‘আমাকে যারা চেনেন, সবাই জানেন নিজের কাজে আমি কতটা মনোযোগী। ক্যারিয়ারের শুরু থেকেই আমার পথচলার মূলমন্ত্র, ‘কথা কম, কাজ বেশি।’ তবে সম্প্রতি যা কিছু বলা ও লেখা হয়েছে, সেসবের প্রেক্ষিতেই নিজের অবস্থান জানাতে হচ্ছে আমাকে।’
‘আমার ভবিষ্যতের প্রসঙ্গ সংবাদমাধ্যমে যে চটুলভাবে উঠে এসেছে, তা ব্যক্তি ও খেলোয়াড় হিসেবে আমার জন্য যতটা অসম্মানের, তার চেয়ে বেশি অসম্মানজনক এই গুঞ্জনে জুড়ে দেয়া ক্লাবগুলোর প্রতি, পাশাপাশি তাদের খেলোয়াড় ও স্টাফদের প্রতিও।’
‘রিয়াল মাদ্রিদে আমার গল্প লেখা হয়ে গেছে। এটা স্থায়ী হয়ে গেছে শব্দ ও সংখ্যায়, ট্রফি ও শিরোফায়, রেকর্ড ও শিরোণামে। এটা আছে বার্নাব্যু স্টেডিয়ামের জাদুঘরে এবং ক্লাবের প্রতিটি সমর্থকের স্মৃতিতেও। আর আমার অর্জনের বাইরেও, ওই ৯ বছরে ক্লাবের আবেগের সাথে আমার সম্পর্ক ছিল গভীর অনুরাগ ও শ্রদ্ধার, যা আমার এখনো আছে এবং সবসময়ই যা লালন করব। আমি জানি যে, রিয়াল মাদ্রিদের সত্যিকারের সমর্থকরা আমাকে হৃদয়ে ধারণ করেই যাবেন এবং আমার হৃদয়েও তারা থাকবেন।’
‘স্পেনের এই সাম্প্রতিক অধ্যায়ের পাশাপাশি বিভিন্ন লিগের আরো বেশ কিছু ক্লাবের সাথে আমাকে জড়িয়ে ক্রমাগত খবর ও গল্প প্রকাশিত হয়েছে, কিন্তু আসল সত্যটি কেউ খুঁজে বের করার চেষ্টা নিয়েও কারও মাথাব্যথা ছিল না।’
‘এখন নীরবতা ভাঙছি এই কারণে যে, আমার নাম নিয়ে আমি কাউকে খেলা করতে দেব না। আমার ক্যারিয়ার ও কাজ নিয়ে আমি মনোযোগী, যে চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করতে হবে, সেসবের জন্য নিবেদিত ও প্রস্তুত। বাকি সবকিছু? বাকি সবকিছু স্রেফ কথা।’