২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৪৬
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৪৬

কমতে পারে ২ দিন পর

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শনিবার রাত থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। তবে আগামী ২ দিনে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৯ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ-পূর্বদিক থেকে বয়ে যাওয়া বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার।

এই পরিস্থিতিতে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা দেখাতে বলা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, অতিভারী বৃষ্টির প্রভাবে তিস্তার ডালিয়া, ধরলার কুড়িগ্রাম এবং দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টের পানি বিপৎসীমার কাছাকাছি থাকতে পারে। এছাড়া বৃষ্টি অব্যাহত থাকলে ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা ও পদ্মায় পানিও বাড়তে পারে। ভারী বৃষ্টিতে সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, ভুগাই-কংশ, মনু এবং খোয়াই নদীর পানি দ্রুত বাড়ার শঙ্কা রয়েছে। 

এদিকে বৃষ্টি ও রাস্তায় জমে থাকা কাঁদায় ভোগান্তিতে পড়ছেন অফিস ও স্কুলগামীরা। সপ্তাহের প্রথম দিন রোববার রাজধানীসহ সারা দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। আকাশ সকাল থেকেই মেঘে ঢেকে আছে।

হঠাৎ এমন টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। বৃষ্টির কারণে রাস্তায় গণপরিবহনের সংখ্যা কম থাকায় যাত্রীদের বাসের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, গণপরিবহন কম থাকায় অফিসগামী যাত্রীদেরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও পড়েছেন বিপাকে।

আবহাওয়া অধিদপ্তর আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত এক পূর্বাভাসে জানিয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সামন্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থার বিষয়ে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

Facebook
Twitter
LinkedIn