২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৩৯

কমলো সয়াবিন তেলের দাম

দেশের বাজারে কমলো সয়াবিন তেলের দাম। প্রতি লিটার খোলা সয়াবিন তেল ৫ টাকা এবং বোতলে ৬ টাকা কমানো হয়েছে। আগামীকাল সোমবার (২৭ জুন) থেকে নতুন দাম কার্যকর হবে।

রোববার(২৬ জুন) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক লিটার খোলা সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৮০ টাকা। এক লিটারের বোতল ৬ টাকা কমিয়ে ১৯৯ টাকা ও ৫ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৯ জুন দাম বাড়ানো হয় ভোজ্যতেলের।

Facebook
Twitter
LinkedIn