Search
২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা রমজান, ১৪৪৬ হিজরি / রাত ১২:১৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

ডিজি বলেন, শারীরিকভাবে অসুস্থতা অনুভব করায় আমি নমুনা পরীক্ষা করাই। গতকাল (বুধবার) করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপরই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান তিনি।

র‍্যাব ডিজি আরও বলেন, এখন কিছুটা সুস্থবোধ করছি। দ্রুত সুস্থতার জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি।

চট্টগ্রামের বাঁশখালীতে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দেয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও র‌্যাব ডিজির করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।

র‌্যাবের উপ-পরিচালক মেজর রইসুল আজম মনি যুগান্তরকে বলেন, চট্টগ্রামের বাঁশখালিতে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালকের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু করোনা রিপোর্ট পজিটিভ আসায় তিনি অনুষ্ঠানে আসতে পারেননি।

Facebook
Twitter
LinkedIn