২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৬:২৫
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৬:২৫

করোনায় আক্রান্ত কাজী সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবলে করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে।

কোচ জেমি ডে, ম্যানেজার আমের খান ও দলের ফিজিও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইতোমধ্যে।

 এবার জানা গেল, মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক ফুটবল তারকা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। 

তিনি জানান, গত কয়েক দিন যাবৎ কাশির সঙ্গে কাজী সালাউদ্দিনের ঠাণ্ডাজনিত অন্যান্য সমস্যা দেখা দেয়। সন্দেহ হলে মঙ্গলবার পরীক্ষা করান তিনি। পর দিন কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে তার। 

আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের। ম্যাচটি দেখতে কাতার যাওয়ার কথা সালাউদ্দিনের। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তার সেখানে যাওয়ার বিষয়টি এখন অনিশ্চিত হয়ে পড়েছে। 

কাজী সালাউদ্দিন টানা চতুর্থবারের মতো বাফুফে সভাপতির দায়িত্ব পালন করছেন।

Facebook
Twitter
LinkedIn