Search
৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৪৮

করোনায় আক্রান্ত জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে

করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় ফুটবল দলের বৃটিশ কোচ জেমি ডে। নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৪১ বছর বয়সী এই কোচের কোন উপসর্গ নেই। হোটেলে আইসোলেশনে রয়েছেন তিনি। প্রধান কোচ কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় আজ রোববার জাতীয় দলের সকালের অনুশীলন পিছিয়ে বিকালে নেয়া হয়েছে।

নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি সিরিজ খেলছে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত শুক্রবার প্রথম ম্যাচে ২-০ গোলে জেতে বাংলাদেশ। আগামী ১৭ই নভেম্বর দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচটি একই মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Facebook
Twitter
LinkedIn