২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:৪৮

করোনায় আজও মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ২৪

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায়ও দেশে কারও মৃত্যু হয়নি। গত তিনদিনও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। করোনায় এ পর্যন্ত দেশে ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে টানা চারদিন করোনায় মৃত্যুশূন্য রয়েছে দেশ।

রবিবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারাসটিতে নতুন করে ২৪ জন আক্রান্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৫৫৬ জন। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির শনাক্তের হার ০.৪১ শতাংশ। এ মোট শনাক্তের হার ১৩.৯৮ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায়  সুস্থ হয়েছেন ৩২৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৩ হাজার ৪৬০ জন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, এদিন ৫ হাজার ৮৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৮৮৮টি নমুনা। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি লাখ ৩৯ লাখ ৬১ হাজার ৯৪৪টি। 

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

Facebook
Twitter
LinkedIn