Search
২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:৫০

করোনায় বিশ্বে সাড়ে ১৪ লাখ মানুষের মৃত্যু

মহামারি করোনা ভাইরাসের তাণ্ডব যেন থামছেই না। এখন পর্যন্ত করোনায় বিশ্বে প্রায় সাড়ে ১৪ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৭ লাখের বেশি।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ১৯ লাখ ৮৮ হাজার ৭১ জন এবং মৃত্যু হয়েছে ১৪ লাখ ৪৯ হাজার ১১৪ জনের। এ সময় সুস্থ হয়েছেন ৪ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ৬৬৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ২৫৪ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৭১ হাজার ২৬ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৩ লাখ ৫১ হাজার ২২৪ জন এবং মারা গেছে এক লাখ ৩৬ হাজার ২৩৮ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬২ লাখ ৩৮ হাজার ৩৫০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৭১ হাজার ৯৯৮ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২২ লাখ ১৫ হাজার ৫৩৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৮ হাজার ৫৫৮ জনের।

পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২১ লাখ ৯৬ হাজার ১১৯ জন। এর মধ্যে মারা গেছেন ৫১ হাজার ৯১৪ জন।

Facebook
Twitter
LinkedIn