২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:৩৮
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:৩৮

করোনায় যেসব সুবিধা পাচ্ছেন নারীরা

মহামারি করোনাভাইরাসে পুরুষ বেশি আক্রান্ত হচ্ছেন এবং তাদের মৃত্যুঝুঁকিও বেশি। তবে জীনগত ভাবে পুরুষদেও চেয়ে নারীরা একটি বিশেষ সুবিধা পেয়ে থাকেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

মঙ্গলবার (২৩ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইনে স্বাস্থ্য বুলেটিনে একথা জানা তিনি।

নাসিমা সুলতানা জানান, পুরুষরা আগে থেকেই অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন বেশি। ধুমপান ও অ্যালকোহল বেশি ব্যবহার করায় তাদের জীবনযাপন পদ্ধতিতে ঝুঁকিও থাকে। তবে জীনগতভাবে নারীদের বেশি ইমিউনিটি থাকেন। ডাবল এক্স ক্রোমোজম জন্য নারীরা এ সুবিধা পেয়ে থাকেন। সাইন্স ডিরেক্ট ডটকমের গ্লোবাল হেলথ রিপোর্ট থেকে এ তথ্য পেয়েছেন বলে জানান নাসিমা সুলতানা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫৪৫ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৪১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১৯৮ জনে দাঁড়িয়েছে।

Facebook
Twitter
LinkedIn