২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:০৯

করোনা আক্রান্ত কারিনা, বলিউড পার্টি স্থগিত!

বলিউড ইন্ডাস্ট্রিতে বিয়ে, বার্থডে পার্টি সবকিছু যখন বেশ হৈ হল্লা করে অনুষ্ঠিত হওয়া শুরু হলো, ঠিক তখনই আশঙ্কার খবর! করোনা আক্রান্ত করিনা কাপুর খান। একই সঙ্গে আক্রান্ত তার প্রিয় বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরা। আপাতত ঘরেই থাকবেন তারা।

জানা গেছে, বিগত কয়েক দিনে তাদের সংস্পর্শে যারা এসেছেন, তাদেরও করোনা পরীক্ষা করানো হবে। একইসঙ্গে শুটিং সেটে ও বিভিন্ন পার্টিতে কোভিড টেস্ট ব্যতীত প্রবেশ নিষেধ করা হয়েছে।

উল্লেখ্য, দিন কয়েক আগেই কারিশমা কাপুর এবং মালাইকা অরোরার সঙ্গে ঘরোয়া পার্টি করতে দেখা গিয়েছিল কারিনা এবং অমৃতাকে। এ ছাড়াও গত সপ্তাহে সোনম কাপুর এবং রিয়া কাপুরের সঙ্গে নৈশভোজে ছিলেন তারা।

কারিনা বা অমৃতা যদিও এখনও আক্রান্ত হওয়া নিয়ে প্রকাশ্যে কোনও বিবৃতি দেননি। কিন্তু সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, কোভিডবিধি লঙ্ঘন করেই নানা সময় পার্টি করেছিলেন তারা। সেখানে উপস্থিত ছিলেন কারিনার ম্যানেজার পুনম দামানিয়া এবং অভিনেত্রী নীনা গুপ্তর কন্যা পোশাক শিল্পী মাসাবা গুপ্ত। আক্রান্ত দুই অভিনেত্রীর সংস্পর্শে আসা প্রত্যেকেরই কোভিড পরীক্ষা করার নির্দেশ দিয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। একই সঙ্গে বেশ কিছু ফিল্ম পার্টি ও বলিউড মুভির কয়েকটি অনুষ্ঠান বাতিল করা হয়েছে কিছুদিনের জন্য।

Facebook
Twitter
LinkedIn