Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১১:৪৮

করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন ক্রিকেটাররা

প্রায় দুই মাস পর করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে গত ফেব্রুয়ারি মাসেই করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন তারা।

শুক্রবার শ্রীলঙ্কা সফরের ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে থাকা ক্রিকেটাররা শনিবার ( ১০ এপ্রিল) করোনার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

শ্রীলঙ্কার উদ্দেশে ক্রিকেটাররা দেশ ত্যাগ করবেন আগামী ১২ এপ্রিল। সেই লক্ষ্যেই আজ করোনার টিকা নিয়েছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম, ক্রিকেট অপারেশন্সের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস, প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও বিসিবির স্টাফসহ মোট ২৯ জন। তারা সকলেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছেন।

টিকা গ্রহণের পরে তাসকিন আহমেদ বলেন, ‘আমরা একটা সফরে যাওয়ার আগেও দিয়েছিলাম আবার ফিরে এসে দ্বিতীয় ডোজ দিতে পারলাম, খুব ভালো লাগছে। মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ আমাদের এই সুযোগ দেওয়ার জন্য।’

শ্রীলঙ্কা সফরের ব্যাপারে তিনি বলেন, ‘সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। সেরাটা দিয়ে খেলতে পারলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। প্রস্তুতি ভালোই হয়েছে। ওখানে গিয়েও সময় পাবো কিছুদিন, আশা করি ভালো কিছু হবে।’

Facebook
Twitter
LinkedIn