২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৪৩

করোনা সংক্রমণের ঝুঁকিতে রেড এলার্ট রাঙ্গামাটি

রাঙ্গামাটি ও ঢাকা জেলাকে করোনা সংক্রমণের উচ্চ ঝুকিপূর্ণ  হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গ্রীন জোন বা অপরিবর্তিত কম ঝুঁকিতে রয়েছে ৫৪ জেলা। গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

দেশে করোনা রোগী শনাক্তের ও সংক্রমণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বাড়ছে শনাক্তের হারও আগের তুলনায় অনেকটা বেড়ে চলেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৫৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। এক দিনের ব্যবধানে দেশে সংক্রমণের শনাক্তের করোনা রোগী বেড়েছে ২২৭ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ২ হাজার ২৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সুত্র জানিয়েছে, রাজধানী ঢাকায় করোনা সংক্রমণের হার ১২ দশমিক ৯০ শতাংশ। রাঙ্গামাটিতে করোনা সংক্রমণের হার প্রায় ১০ শতাংশের বেড়েছে

অপরদিকে মধ্যম ঝুঁকিতে রয়েছে দেশের সীমান্তবর্তী জেলা যশোর, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, নাটোর ও রংপুর জেলা। তবে ঐসব এলাকায় প্রশাসনিক ভাবে জেলা স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে করোনা সংক্রমণের মোকাবেলা করতে প্রস্তুতি গ্রহণ করেছেন।

Facebook
Twitter
LinkedIn