করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে
বৈশ্বিক মহামারি করোনার তাণ্ডব যেন থামছেই না। যদিও স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক জীবন-যাত্রায় ফিরছে মানুষ। এরমধ্যে আবার করোনার নতুন প্রজাতি সারাবিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে। আজ রোববার (০৩ জানুয়ারি) গতকালের তুলনায় দেশে নতুন রোগী শনাক্ত ও মৃত্যু বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে ৮৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের সাত দিনে দেশে যথাক্রমে ৬৮৪, ৯৯০, ১০১৪, ১২৩৫, ১১৮১, ৯৩২ ও ১০৪৯ জন রোগী শনাক্ত হয়।
সর্বশেষ তথ্য অনুসারে- দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৬ হাজার ১৯ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১০ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষাকৃত এসব নমুনার ৭ দশমিক ৬৪ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
গতকাল দেশে নয় হাজার ৭০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ৩২ লাখ ৬০ হাজার ৩২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর মোট পরীক্ষার ১৫ দশমিক ৮২ পজিটিভ।
আজ রোববার (০৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।