চট্টলাবাসির কলিজাটা কত বড় তা দেখতে চট্টগ্রাম মেডিক্যালে যান
বাইকে বাইক মানুষ এসে নেমে মাত্র বলছেন , “আমার অমুক গ্রুপের রক্ত। কই দিবো?”
“ভাই, রক্ত দিব।”
“আমার গাড়ি নেন। রক্তদাতা নিয়ে আসেন।”
হাজব্যান্ড ওয়াইফ এসেছেন রক্ত দিতে। আন্টি আঙ্কেল বয়সী আসছেন। বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বাস ভর্তি হয়ে আসতেছেন সাহায্য আর রক্ত দিতে। কেউ ফ্রিতে ঔষধ, সরঞ্জামাদি দিচ্ছেন, কেউ ফ্রিতে ডোনার আনা নেওয়া করছেন। আর কী লাগে ভাই? এই জীর্ণশীর্ণ দেশটার খুঁটিই তো ইনারা। তাই আমরা এখনো টিকে আছি। ❤️
একদিন ইতিহাসকে আমি আমার চট্টলার কথা শোনাবো, আমার মানুষের কথা শোনাবো।