২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:৫৭
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:৫৭

কাঁদতেও ভুলে গেছি: বঙ্গবাজারে ব্যবসায়ীর আহাজারি

ভয়াবহ আকারে আগুন লেগেছে রাজধানীর বিভিন্ন ধরনের কাপড়ের পাইকারি মার্কেট হিসেবে পরিচিত বঙ্গবাজার। পুরো মার্কেটে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে আগুন। এরই মধ্যে মার্কেটটির বেশিরভাগ অংশ পুরোপুরি পুড়ে ভস্ম হয়ে গেছে। চারপাশে আহাজারি করছেন ব্যবসায়ী ও এসব দোকানের কর্মচারীরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, সেখানে ৪ থেকে ৫ হাজার দোকান রয়েছে। পুরো বঙ্গবাজারে জ্বলছে। ভয়াবহ আগুনের লেলিহান শিখা এখনও অনেকটা নিয়ন্ত্রণহীন।

ভয়াবহ আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে পানির চাপ কম থাকায় আগুন নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আমাদের ইউনিটের গাড়ির সঙ্গে আসা পানি অনেক আগেই শেষ। পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। তবে পানির চাপ অনেক কম। মাঝখানে ১০ মিনিট পানি ছিটানোর কাজ অনেক ব্যাহত হয়েছিল। এখন পানি দেওয়ার কাজ চললেও প্রেসার অনেক কম, তাই নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটছে। এছাড়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরও সমস্যা হচ্ছে।

আহাজারি করা একজন বলেন, আমি শুনছি পৌঁনে ছয়টার দিকে। তখন অল্প একটু আগুন ছিল। এখন বাড়তে বাড়তে এই অবস্থায় এসেছে।

তিনি জানান, আমার দুটো দোকান। সেখানে ১৭ লাখ টাকা মালামাল ছিল। এখন কিছুই নেই। সব একেবারে পুড়ে গেছে।

আরেক ব্যবসায়ী জানান, রমজানের কারণে সকালে সবাই ঘুমাচ্ছিলাম। আগুনের খবর পেয়ে এসে দেখি সব শেষ।

একজন জানান, সেখানে আমার তিনটা দোকান ছিল। ২৪ বছর ধরে আমি ব্যবসা করছি। ৪০ লাখ টাকার মাল ছিল। সব শেষ ভাই। আমি কাঁদতে ভুলে গেছি।

একজন হাউমাউ করে কেঁদে বলেন, আমার মামা, খালাতো ভাইয়ের ও আত্মীয়দের মিলিয়ে দুই শতাধিক দোকান আছে। সবার একমাত্র আয়ের উৎস এটি। সব পুড়ে গেছে। কিছুই নেই। সব শেষ।

এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের এক সদস্য। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রহিমা খানম বলেন, এখন পর্যন্ত আমাদের একজন ফায়ার ফাইটার আহত হওয়ার খবর এসেছে। তার নাম সঞ্জয়। আহত ফায়ার ফাইটার পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সরেজমিনে দেখা যায়, আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে বঙ্গবাজারের আকাশ। ভয়াবহ এ আগুনের কারণে প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের চার দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। 

এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে। পর্যায়ক্রমে একের পর এক ইউনিট ঘটনাস্থলে যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও জানাতে পারেননি তিনি।

Facebook
Twitter
LinkedIn