অবশেষে কাজে যোগ দিলেন চা শ্রমিকরা। সকালে সারাদেশের চা বাগানগুলোতে কাজে যোগ দেন তারা। এর মধ্যদিয়ে চা-শিল্পে দীর্ঘ ১৯ দিনের অচলাবস্থার নিরসন হলো।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চা বাগান মালিকদের বৈঠকের পর শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রী শ্রমিকদের কাজে ফেরার আহবান জানান। সরকার প্রধানের আহবানে সাড়া দিয়ে আজ থেকে পুরোদমে বাগানে কাজে যোগ দেয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা।
এদিকে, নতুন মজুরি নির্ধারণে খুশি শ্রমিকরা। হাসি ফুটেছে তাদের পরিবারের সদস্যদের মুখেও। চা শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। শনিবার সন্ধ্যার পর তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করেন আন্দোলনরত চা-শ্রমিকরা।
এর আগে, দৈনিক ৩শ’ টাকা মজুরির দাবিতে গত ৯ই আগস্ট থেকে দু’ঘণ্টা করে কর্মবিরতি এবং পরে ১৩ই আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করে আসছিলো চা শ্রমিকরা।