২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৩৯
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৩৯

কানতারা’ দিয়ে ৪শ’ কোটি আয়ের রেকর্ড

গত ৩০ সেপ্টেম্বর ভারতজুড়ে মুক্তি পায় ঋষভ শেঠি অভিনীত ও পরিচালিত ‘কানতারা’। সিনেমাটি মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড গড়েই চলেছে। প্রায় দুই মাস ধরে বিশ^ব্যাপী সিনেমা হল থেকে আয় করেছে ৪০০ কোটি রুপি।

‘হিন্দুস্তান টাইমস’ এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির ৫৩তম দিনে এসে ৪০০ কোটির মাইলফলক স্পর্শ কওে কানতারা। শুধু কন্নড় প্রদেশ থেকেই সিনেমাটি ১৬৮ কোটি রুপি আয় করে রেকর্ড গড়েছে।

এছাড়া হিন্দিসহ ভারতের অন্য ভাষাগুলোতে এই ছবির আয় ১৮৫ কোটি রুপি। এখন পর্যন্ত দেশের বাইরে থেকে ‘কানতারা’র আয় ৪৪ কোটি রুপি। সব মিলিয়ে ১৬ কোটি রুপি বাজেটের এই সিনেমার আয় ৪০০ কোটি।

২০২২ সালে ভারতে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ৬ নম্বরে রয়েছে ‘কানতারা’। এ তালিকায় ১ নম্বরে থাকা ‘কে জি এফ চ্যাপটার-২’ সিনেমাটির আয় ১ হাজার ৩০ কোটি রুপি।

কানতারা সিনেমার ‘কানতারা’ শব্দের অর্থ ঘন জঙ্গল। ছবিটি ‘ভূত কোলা’ নামের একটি আচারের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। ছবির গল্প পাঞ্জুরলি নামের এক দেবতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ছবিতে জঙ্গলে বসবাসকারী গ্রামবাসীরা দেবতা পাঞ্জুরলির উপাসনা করতে দেখা গেছে।

Facebook
Twitter
LinkedIn