১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ২:০১
১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ২:০১

কান্নার জন্য ৯৫০ টাকা ‘ফি’ আদায় হাসপাতাল কর্তৃপক্ষের

হাসপাতালে চিকিৎসা নিতে আসা মিডজ নামে এক নারীর চিকিৎসার রশিদে কান্নার জন্য টাকা আদায় করেছে হাসপাতাল কর্তৃপক্ষ বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে বলে জানিয়েছে উয়ন নিউজ।

হাসপাতাল ফি’র একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। তা দেখে অনেকেই অবাক হয়েছেন।

জানা যায়, সম্প্রতি মিডজ নামে ওই নারী একটি হাসপাতালে আঁচিল অপসারণ করতে ভর্তি হন। অপারেশন শেষে হাসপাতাল কর্তৃপক্ষ টাকা পরিশোধের জন্য একটি রশিদ দেয় তার কাছে। সেই রশিদের একটি ছবি টুইটারে শেয়ার করেন মিডজ। এতে দেখা যায়, ডাক্তার ও অপারেশনের খরচ ছাড়াও কান্না’র জন্য অতিরিক্ত ১১ ডলার (৯৪২ টাকা) ফি পরিশোধ করতে বলা হয়েছে।

টুইটারে প্রায় আড়াই লাখ মানুষ লাইক দিয়েছেন এবং শত শত মানুষ দুঃখজনক মন্তব্য করেছেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে টুইটারে নেতিবাচক প্রক্রিয়াও দেখা গেছে।

Facebook
Twitter
LinkedIn