কামারখন্দে চাষ হচ্ছে গোল্ডেন ক্রাউন তরমুজ। জামতৈল কলেজপাড়ায় কয়েক জন তরুণের উদ্যোগে উপজেলায় ১০ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে এই জাতের তরমুজ চাষ হচ্ছে।
উদ্যোক্তা হাবিব জানান, আমরা চুয়াডাঙ্গা থেকে উন্নত জাতের গোল্ডেন ক্রাউন তরমুজের বীজ এনে চাষাবাদ শুরু করি। ফলন ভালো হয়েছে। দামও ভালো পাচ্ছি। তবে এক ধরনের পোকার আক্রমণে কিছু তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে। বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, তরমুজের একটি উন্নতমানের জাত হচ্ছে গোল্ডেন ক্রাউন। কিছু কিছু তরমুজে মাসি পোকার আক্রমণ হওয়ায় কৃষকদের ফেরোমন ফাঁদ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।