রাজধানীর অদূরে কেরানীগঞ্জ এলাকায় কেন্দ্রীয় কারাগারের সামনে একটি বাসের ধাক্কায় প্রিজনভ্যানের পাঁচ আসামি আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (৬ জুন) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
আহত আসামিরা হলেন- মো. মুরাদ হোসেন (৩৯), মো. মুন্না মিয়া (২৫), অতুল চন্দ্র রায় (২৪), মো. আতিকুর রহমান (২২) এবং রজিব উদ্দিন রুমি (৪৪)।
জানা যায়, কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে একটি বাসের ধাক্কায় প্রিজন ভ্যানের ভেতরে থাকা বন্দিদের মধ্যে ৫ জন আহত হন। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়াও এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আহত ৫ বন্দির মধ্যে ৪ জনকে সাময়িক চিকিৎসা প্রদান করে কারাগারে ফেরত নেওয়া হয়েছে। বাকি একজন রজিব উদ্দীন রুমিকে ঢাকা মেডিক্যাল কলেজের ২০০নং ওয়ার্ডে (সার্জারি) চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রিজনভ্যানের পাঁচ আসামি আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আসে। চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। একজন গুরুতর আহত। তাকে ভর্তি করা হয়েছে।
বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানান তিনি।