Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৫৩

কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন

শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে বের হন তিনি।

মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা

তিনি জানান, মাওলানা মামুনুল হক দীর্ঘদিন কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৭টি মামলা রয়েছে। মামলাগুলোতে বিভিন্ন সময় উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন। বৃহস্পতিবার (২ মে) সর্বশেষ মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। শুক্রবার সকালে জামিনের সব কাগজপত্র নিয়ে ঢাকায় যোগাযোগ করা হয়। সেখানে কাজ শেষ হলে মামুনুল হককে মুক্তি দেয়া হয়।

Facebook
Twitter
LinkedIn