২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৩৪
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৩৪

কাল চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা

আগামীকাল (রোববার) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা। এদিন ঐতিহাসিক এই মাঠে ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনগুলোর ব্যাপক তোড়জোড় চলছে। সাজ সাজ রব পড়েছে জেলাজুড়ে। 

জনসভা থেকে প্রধানমন্ত্রী জাতীয় ও স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিক-নির্দেশনাপূর্ণ বক্তব্য দেবেন, এমনই আভাস দিচ্ছেন নেতারা। শেখ হাসিনার জনসভা সফল করতে বন্দরনগর এবং দুই সাংগঠনিক জেলায় প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে।

জেলায় মোট আসন ১৬টি। প্রতি নির্বাচনী এলাকা থেকে নেতাদের নেতৃত্বে যোগদান করবেন সাধারণ কর্মী-সমর্থকরা। শুক্রবার (দোসরা ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, পলোগ্রাউন্ড মাঠ ছাড়িয়ে জনসভা শহরের কয়েক কিলোমিটারজুড়ে বিস্তৃত হতে পারে। তাই মাঠের বাইরেও কয়েকশ’ মাইক লাগানোর পাশাপাশি পথে পথে এলইডি প্যানেল স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ লাইভ দেখানো হবে।

Facebook
Twitter
LinkedIn