২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১২:১৯

কাল ঢাকা আসছেন ভুটানের রাজা

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আগামীকাল সোমবার (২৫ মার্চ) ৪ দিনের সফরে ঢাকা আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। সফর কালে স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। 

আজ রোববার (২৪ শে মার্চ) নিজ দফতরে সংবাদ সম্মেলনে সফরের বিষয়ে বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

এসময় তিনি বলেন, ‘২৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়ের ওয়াংচু। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করবেন।’

মন্ত্রী আরও জানান, প্রথম দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলো। দেশটির সঙ্গে বহুমাত্রিক সহযোগিতা সম্পর্ক রয়েছে। কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন, বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে কথা হবে সফরে।’ 

হাছান মাহমুদ জানান, ‘দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী দুই দেশ। জলবিদ্যুৎ আমদানি করতে একটি চুক্তি স্বাক্ষর করার কথা আছে। ভুটান থেকে ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানিতে ভারত, বাংলাদেশ ও ভুটানের ত্রিপক্ষীয় একটি চুক্তি সম্পাদনের প্রয়োজন হবে। এজন্য ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ। ভুটানে একটি বার্ন ইউনিট স্থাপনে সহযোগিতা করবে বাংলাদেশ।’

Facebook
Twitter
LinkedIn