২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৩৩

কাল থেকে দেশে মাহে রমজান শুরু

আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। দেশের আকাশে আজ দেখা যাবে রমজানের চাঁদ। ফলে বাংলাদেশে আগামীকাল থেকে রোজা শুরু হবে। তাই আগেই রোজা রাখার প্রস্তুতি সেরে ফেলেছেন মুসল্লিরা।

পবিত্র রমজানকে স্বাগত জানানো ও রোজার প্রস্তুতির দৃশ্য উঠে এসেছে হাঁট-বাজার, পাড়া-মহল্লা ও মসজিদে। রোজা উপলক্ষে শুধু ক্রেতা নয়, ব্যস্ততা বেড়েছে বিক্রেতাদেরও। রোজায় ইফতারে নানা পদের খাবারের চাহিদা বাড়ে। তাই ইফতারকে সামনে রেখে খাবার কিনছেন অনেকেই।

আজ রাত থেকে তারাবি নামাজ আদায় করবে রোজাদাররা। এ উপলক্ষে মসজিদ ঝাড়ামোছার কাজ শেষ করে সাজানো হয়েছে। 

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে রোজা। তাদের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকটি জেলার বিভিন্ন গ্রামের মানুষ আজ (বৃহস্পতিবার) থেকে পবিত্র রোজা পালন করছেন। মৌলভীবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, বরিশালসহ দেশের বেশ কিছু গ্রামের মানুষ বুধবার রাতে তারাবির নামাজ পড়েন এবং বৃহস্পতিবার ভোর রাতে সেহরি খেয়ে তারপর পবিত্র রোজা পালন শুরু করেন।

Facebook
Twitter
LinkedIn