অবৈধ অস্ত্র জমা দেয়ার শেষ দিন আজ। আগমীকাল থেকে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান।
এবিষয়ে সচিবালয়ে, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সংস্থা।
এর আগে, আওয়ামী লীগ সরকারের আমলে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিজ্ঞপ্তিতে বলা হয় ২০০৯ সালের ৬ই জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত বেসামরিক নাগরিকদের দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। তবে এর আগে দেয়া অস্ত্রের লাইসেন্স বহাল আছে, তাদের আগ্নেয়াস্ত্র জমা দিতে হবে না। অস্ত্র জমা দিতে হবে থানায়। আর যারা অথোরাইজড ডিলারের কাছে আগেই আগ্নেয়াস্ত্র জমা রেখেছেন তারা থানায় সেই কাগজপত্র জমা দিলেই হবে।
আজকের মঙ্গলবারের মধ্যে যারা অস্ত্র জমা দেবেন না, তাদের আগ্নেয়াস্ত্র অবৈধ বলে বিবেচিত হবে বলে জানিয়েছে স্বরাস্ট্র মন্ত্রণালয়।
এদিকে, পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো খুদে বার্তায় জানা গেছে, গতকাল পর্যন্ত লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে ৩ হাজার ৮৮০টি। গুলি জব্দ করা হয়েছে ২ লাখ ৮৬ হাজার ৩৫৩ রাউন্ড, টিয়ার গ্যাসের শেল ২২ হাজার ২০১টি ও সাউন্ড গ্রেনেড ২ হাজার ১৩৯টি।