২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৭:০৯

কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ২৮শে ফেব্রুয়ারি (মঙ্গলবার) কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকাল ১০টায় হাওড়ের মিঠামইনে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন তিনি। বিকেলে অংশ নেবেন স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায়।

এদিকে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মিঠামইনে নিজ গ্রাম কামালপুরে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে এক দিন আগে (২৭শে  ফেব্রুয়ারি) বাড়িতে চলে আসবেন রাষ্ট্রপতি।

দীর্ঘ ২৫ বছর পর হাওড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে হাওড়ের জীবনযাত্রা। যোগাযোগব্যবস্থায়ও এসেছে আমূল পরিবর্তন।

তাই বদলে যাওয়া হাওড়বাসী প্রস্তুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে। ১৯৯৮ সালে সবশেষ কিশোরগঞ্জে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। দীর্ঘ ২৫ বছর পর তার এ সফর ঘিরে হাওড়জুড়ে বইছে উৎসবের আমেজ।

রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক জানান,  প্রায় দুই যুগ পর প্রধানমন্ত্রী মিঠামইন যাচ্ছেন। ১৯৯৮ সালে যখন তিনি যান তখন হেলিকপ্টার নামার মতো উপযুক্ত জায়গা ছিল না। আর এখন উন্নয়নের চরম শিখরে হাওড়। তাই এবারের সফরে বদলে যাওয়া এক হাওড় দেখবেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দলীয় সভানেত্রীর এই সফর ঘিরে হাওড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। হাওড়ের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার জন্য জনসভার আয়োজন করা হয়েছে। জনসভাকে জনসমুদ্রে রূপ দেয়ার জন্য সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। জনসভা থেকে আগামী নির্বাচনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন দলীয় প্রধান।

রেজওয়ান জানান, সেনানিবাস উদ্বোধন ও জাতীয় পতাকা উত্তোলন শেষে প্রধানমন্ত্রী কামালপুরে রাষ্ট্রপতির বাড়িতে যাবেন। সেখানে দুপুরের খাবারের পর বিকেল ৩টায়  স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। এরই মধ্যে হেলিপ্যাডে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। রাস্তার দুপাশে নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

Facebook
Twitter
LinkedIn