২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:২৭
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:২৭

কি বলবেন তামিম?

 চট্টগ্রামে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। তবে, সংবাদ সম্মেলনের বিষয়বস্তু এখনো জানা যায়নি। তামিম গত মধ্যরাতে ব্যক্তিগতভাবে সাংবাদিকদের কাছে বার্তা পাঠান, বৃহস্পতিবার দুপুর ১২টায় কথা থাকলেও তা পিছিয়ে দুপুর দেড়টায় দেওয়া হয়েছে।

টাওয়ার ইন হোটেলে তিনি সংবাদ সম্মেলন করবেন বলে জানানো হয়েছে। 

এদিকে, দলের আনুষ্ঠানিক মিডিয়া কার্যক্রমের বাইরে নিজ উদ্যোগে হাজির হয়ে কোন বার্তা দিবেন তিনি। এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। তবে বিসিবি ও দলের বিভিন্ন সূত্র জানিয়েছে, গত বেশ কয়েকদিন ধরেই চোট ভোগাচ্ছিল তামিমকে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে পুরোপুরি অনুশীলন শুরু করলেও সিরিজের আগের দিন জানিয়ে দেন নিজের  সংশয়ের কথা। শতভাগ ফিট না থাকলেও খেলতে নামবেন, কারণ নিজের অবস্থাটা বুঝতে চান তিনি।

তার এমন মন্তব্য ভালোভাবে নেয়নি টিম ম্যানেজমেন্ট। তামিমের মন্তব্যে নাকি ক্ষুব্ধ হয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

এখন দেখার অপেক্ষা কি বলেন তামিম তার এই সংবাদ সম্মেলনে।

Facebook
Twitter
LinkedIn