কি লাভ পড়ালেখা করে?
যদি চাকরি না হয়
দরিদ্র মানুষের টাকা
হারিয়ে ফেলে সর্বচ্চ শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে আর চাকরী নিয়া নেয় ধনীর ছেলেটি।
তার প্রমানতো আমি নিজে।
১০০০০ টাকা বেতন দিয়া ৩ জনের সংসার চালানো টা যে কত কঠিন সেটা আমি জানি,
নিজের থাকার জন্য বাড়ী বাড়াটা লাগে না কিন্তু
পানির বিদ্যুৎ সিলিন্ডার ময়লার বিল,সিটি করপোরেশন এর হোল্ডিং বিল বাচ্চার খরচ দিয়ে
জীবন চালানো টা কত কঠিন,
মা বাবার জন্য ১০০০০ হাজার টাকা থেকে এত খরচ হবার পর কি থাকে,
নিজের সংসারতো ডাল আর ভর্তা দিয়ে চালানো টা কঠিন,
আমাদের এই সমাজটা খুব কঠিন,বন্ধু আছে যারা খুব ভালো আছে কিন্তু বন্ধুকে উপকার করবে না এমন কি বন্ধুরা নিজেদের,
নিম্ন মধ্যবিতত দের জীবন যেন একটা জলন্ত পাথর।
লেখক নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়।