২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:১০
২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:১০

কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করছে বিএনপি

সরকারের পদত্যাগের দাবিতে কুমিল্লা থেকে চট্টগ্রাম রোডমার্চ করছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে শুরু হওয়া এই রোডমার্চ ফেনী হয়ে চট্টগ্রামে ঢুকবে। 

সকালে, রোডমার্চেও আগে সমাবেশে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক চেষ্টা করেও সরকার আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে পারেনি। তিন বলেন শুধুমাত্র দুর্নীতি করতেই ও রূপুপুরের মত বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার।  

এসময়, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নিষেধাজ্ঞায় সরকারে ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। তিনি বলেন রাজপথ বিএনপির দখলে, সরকারকে বিদায় নিতে হবে। 

রোডমার্চটি মিরসরাই হয়ে নগরীর সিটি গেইট, কর্নেল হাট, একে খান মোড়, জাকির হোসেন রোড হয়ে জিইসি মোড় এবং সেখান থেকে ওয়াসা মোড়, আলমাস সিনেমার সামনে দিয়ে এটি বিকেল ৩টায় কাজীর দেউরী মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে পৌঁছানোর কথা রয়েছে। 

এরপর দলীয় কার্যালয় সংলগ্ন নেভাল মোড়ে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হবে। 

Facebook
Twitter
LinkedIn