২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৪:২১

কুমিল্লা সিটি’র তফসিল সোমবার, জেলা পরিষদ নিয়েও আলোচনা হবে

আগামী ২৫ এপ্রিল (সোমবার) কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) সহ বেশকিছু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। পাশাপাশি দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনের বিষয়ে আলোচনা করবে নির্বাচন কমিশন (ইসি)। 

জানা যায়, আগারগাঁওস্থ নির্বাচন ভবনে আগামী সোমবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশনের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে এসব কুমিল্লা সিটি, কমবেশি একশ ইউনিয়ন পরিষদ, কয়েকটি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। 
 সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে- কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন; পৌরসভা নির্বাচন; ইউনিয়ন পরিষদ নির্বাচন; এবং বিবিধ। 

এই বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এরআগে বাংলাভিশনকে বলেন, আগামী সভায় কমিশন অনুমোদন দিলে কুমিল্লা সিটি করপোরেশন, বেশকিছু ইউনিয়ন পরিষদ, কয়েকটি পৌরসভাসহ স্থানীয় সরকারের বেশকিছু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। 

গত ৫ এপ্রিল নতুন কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেই সভাশেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের জানান, চলতি মাসের শেষের দিকে কমিশনের আরেকটি সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় কুমিল্লা সিটিসহ বেশকিছু নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেদিন এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ইতিমধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন আয়োজনে আইনি কোনো বাধা নেই বলে ইসিকে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এছাড়া জেলা পরিষদ নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণের জন্যও ইসিকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

ইসি কর্মকর্তারা জানান, কুসিকে সর্বশেষ ২০১৭ সালের ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছরের ১৭ মে। আইন অনুযায়ী প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হয় নির্বাচিত করপোরেশনের মেয়াদ। সেই অনুযায়ী এই সিটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ১৬ মে। মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। সেদিক থেকে গত ১৬ নভেম্বর এই সিটি নির্বাচনের সময়গণনা শুরু হয়েছে।

দুটি পৌরসভাকে একীভূত করে ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করা হয়। ওই বছরই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালে এসে এ সিটি পাশ্ববর্তী বেশ কয়েকটি ইউপিকে অন্তর্ভূক্ত করে আয়তন বাড়ানো হয় প্রায় তিনগুণ। এতে দেখা দেয় সীমানা জটিলতা। বর্তমানে এই সিটিতে ২৭টি সাধারণ ওয়ার্ড রয়েছে।

এই সিটি করপোরেশন গঠনের পর থেকে মেয়র পদে রয়েছেন মনিরুল হক সাক্কু। গত নির্বাচনে এই সিটিতে ১০৩টি কেন্দ্রে ছিল আর ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন।

গত ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়াল কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। নিয়োগ পাওয়ার পরদিন তারা শপথ নিয়ে প্রথম অফিস করেন ২৮ ফেব্রুয়ারি।

Facebook
Twitter
LinkedIn