২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৫৮
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৫৮

কেএনএফের সাথে শান্তি কমিটির আলোচনা স্থগিত

বান্দরবানে সন্ত্রাসী সংগঠন ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট- কেনএনএফ’ সশস্ত্র কার্যক্রম অব্যাহত রাখায় তাদের সাথে সব ধরনের আলোচনা স্থগিত করেছে স্থানীয় শান্তি প্রতিষ্ঠা কমিটি। 

আজ বৃহস্পতিবার দুপুরে, সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানায় তারা।

কে.এন.এফের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনায় বসেছে স্থানীয়ভাবে গঠিত এই কমিটি। তবে এটি প্রশাসনিক কোন কমিটি নয়। গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচি উপজেলায় ব্যাংকে ডাকাতি, সন্ত্রাসী হামলা ও অস্ত্র লুটের ঘটনায় নিন্দা জানিয়েছে শান্তি প্রতিষ্ঠা কমিটি। লুট হওয়া ১৪টি অস্ত্র ও অপহৃত ব্যাংক ম্যানেজারকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। 

এই অবস্থায় সাধারণ জনগণের নিরাপত্তা জোরদার, রাষ্ট্রের সম্পত্তির সুরক্ষা প্রদান এবং অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার-কে নিঃশর্তভাবে সুস্থ্য ও নিরাপদে মুক্তির জোর দাবি জানান শান্তি কমিটির সভাপতি। 

Facebook
Twitter
LinkedIn