রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় প্রবেশ করা তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযানে ডাকাত দল আত্মসমর্পণ করে। এসময় তাদের কাছে থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যৌথবাহিনী। এরফলে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় জিম্মি সবাই মুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে পাঁচটার দিকে ডাকাত দলেন তিনজন আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পর সকল ডাকাতকে গাড়িতে করে নিয়ে গেছে যৌথ বাহিনী। তবে, এ ঘটনায় কোনো হতাহত হয়নি।