২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:০২
২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:০২

কে হচ্ছেন রাষ্ট্রপতি ?

কে হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি! এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা। এরমধ্যে আজ (মঙ্গলবার) ক্ষমতাসীন আওয়ামী লীগ সংসদীয় দলের সভা ডেকেছে। সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় প্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে।

দলের নীতিনির্ধারণী পর্যায়ের সূত্র গণমাধ্যমকে জানায়, গতকাল (সোমবার) পর্যন্ত রাষ্ট্রপতি পদে দুটি নাম বেশি আলোচনায় রয়েছে। তাঁরা হলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। এ ছাড়া আলোচনায় রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের সপ্তম সভা আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এই সভা আহ্বান করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, আজ রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা না-ও হতে পারে। সংসদীয় দলের সঙ্গে বৈঠকের পর সংসদীয় বোর্ডের সঙ্গেও বসতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা হতে পারে।

দেশের ২২তম রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন কে পাচ্ছেন, তা নিয়ে দলের অভ্যন্তরে বেশ কিছুদিন ধরেই নানা আলোচনা, জল্পনা-কল্পনা চলছে। তবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এখনো এ বিষয়ে নিজের ইচ্ছার কথা দলীয় কোনো ফোরামে জানাননি।

আওয়ামী লীগের সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে কয়েকটি নাম নিয়ে দলের অভ্যন্তরে বেশি আলোচনা হয়েছে। তাঁরা হলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন। তবে একেবারে শেষ বেলায় এসে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও মসিউর রহমান আলোচনায় আছেন। এ দুজনের মধ্য থেকেই একজনকে রাষ্ট্রপতি করার সম্ভাবনা বেশি।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিল ১২ই ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই ১৩ই ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৪ই ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ১৯শে ফেব্রুয়ারি। তবে রাষ্ট্রপতি কে হচ্ছেন তা জানতে ১৯শে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে না। কারণ আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে তিনিই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। কারণ জাতীয় সংসদে আওয়ামী লীগের বিপুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

Facebook
Twitter
LinkedIn